লিথুনিয়ার সর্ববৃহৎ শহর রাজধানী হল বিলোনিয়া। অফিসিয়াল ভাষা এবং মুদ্রার।  এর প্রতিবেশী দেশগুলো হলো পোল্যান্ড বেলারুশ ও রাশিয়া এর সৌন্দর্য বিশ্ববাসীকে এর দিকে আকৃষ্ট করে না বরং এর সাথে রয়েছে উচ্চ মানের শিক্ষাব্যবস্থা এই দেশকে সুপরিচিত করেছে পুরো বিশ্ববাসীর কাছে আজকের আলোচনা করব কিভাবে আপনি উচ্চশিক্ষা নিতে পারেন পাশাপাশি স্থায়ী হওয়ার নানা কৌশল ।


  1. ১ম অসুবিধা হচ্ছে লিথুনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই। ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে।
  2. শহর ছাড়া অন্যান্য এলাকাতে অকাজ পাওয়া একটু কঠিনই বলা যায়।
  3. এবং এই কাজের জন্য আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে ভাষা। এ দেশটিতে ওই দেশের ভাষা না জানলে পার্ট টাইম জব পাওয়ার টা কিছুটা কঠিন বলা যেতে পারে। 
  4. আরেকটি সমস্যা হচ্ছে পার্টটাইম কাজ ছিল শেষ পার্ট টাইম কাজ দিয়ে চলাফেরা এবং তিনটি বিষয় একসাথে মেন্টেন করা সম্ভব না তাই যারা এই দেশটিতে পড়াশোনায় চিন্তাভাবনা করছেন তাদের যেকোনো একটি সাপোর্ট বাংলাদেশ থেকে নিতে হব।
  5. যদি আপনি পড়াশোনা বাদ দিয়ে সেখানে কাজ করতে থাকেন তাহলে আপনার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনার অবৈধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে । 
  6. আরেকটি অসুবিধা হচ্ছে যখন আপনি প্রথম ভিসা পাবেন তখন মূলত এক বছরে দেওয়া হয় কিন্তু যখন আপনাকে ভিসা করতে হবে তখন আপনাকে পোল্যান্ডে যেতে হবে।



লিথুয়ানিয়া আন্তর্জাতিক ছাত্রদের জন্য চমৎকার একাডেমিক প্রতিষ্ঠান, উদ্ভাবনী সুবিধা এবং 350 টিরও বেশি ইংরেজি শেখানো অধ্যয়ন প্রোগ্রাম অফার করে।

যথাসময়ে আপনার ভর্তি এবং দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন।

 

 

উচ্চ শিক্ষার জন্য কেন লিথুনিয়া যাবেন?

✔️টিউশন ফি ২.৫ লাখ-৪ লাখ (বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে)

✔️শিক্ষার হার কম

✔️জীবনের কম খরচ

✔️ IELTS এর প্রয়োজন নেই যদি শিক্ষার্থী ইংরেজিতে কথা বলে

✔️খন্ডকালীন কাজের সুযোগ

✔️পড়াশোনার পর পিআর সুবিধা

✔️ কম ভিসা প্রত্যাখ্যান

✔️ শিক্ষাবর্ষ: 2023 সালের ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়



আমাদের সেবা

► প্রাচীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সহায়তা

► সঠিক সাবজেক্ট ও পছন্দের নিভার্সিটি- ইউটিউশন

► দ্রততম সময়ে সঠিক সাবজেক্ট এ গঠন ও অফার লেটার প্রদান

► দ্রুত ও নির্ভেজাল ভিসা প্রসেস সহায়তা

► কউন্সেলিং প্রদান

► স্টুডেন্ট ভিসা নাগরিকত্ব, সকল বিষয়ে পরামর্শ প্রদান

►সা প্রসেস এর বিষয়ে এ থেকে জেড সাপোর্ট

🌿 আমাদের সাথে যোগাযোগ করুন:🌿

ফ্রেন্ডস কনসালটেন্সি

ঠিকানা: 51/A/Ka/5, ২য় তলা, পশ্চিম পান্থপথ (স্কয়ার হাসপাতালের পাশে), ঢাকা-1215, বাংলাদেশ।

আমাদের কল করুন: +8801799800113, +8801799800114 (হোয়াটসঅ্যাপ উপলব্ধ)

ইমেইল: friendseibd@gmail.com

ওয়েবসাইট: www.friendseibd.com

ইউটিউব: https://www.youtube.com/channel/UCiO5qD_M9dYQ1BtOPgREEdA কম দেখুন


Comments

Popular posts from this blog

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহন | Study In Finland | উচ্চ শিক্ষার জন্য কেন ফিনল্যান্ড বেচে নিবেন?