ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহন | Study In Finland | উচ্চ শিক্ষার জন্য কেন ফিনল্যান্ড বেচে নিবেন?

উচ্চ শিক্ষার জন্য কেন ফিনল্যান্ড বেচে নিবেন?

হাজার হৃদয়ের দেশ নামে পরিচিত এবং সবুজে ঘেরা ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ ফিনল্যান্ড। হেলসিংকি এ দেশের সর্ববৃহৎ শহর।  এবং রাজধানী ফিনল্যান্ড বর্তমানে উচ্চশিক্ষা অর্জনের জন্য স্বর্গে পরিণত হয়েছে তার একমাত্র কারণ উন্নতমানের শিক্ষাব্যবস্থা। 


এদেশে তিন ভাষায় পড়াশোনা করা যায় যেমনঃ  ইংরেজি, সুইডিশ আর ফিনিশ।তবে মজার ব্যাপার হলো এ দেশে প্রায় সবাই ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সাধারণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষায় সীমিতসংখ্যক কোর্স রয়েছে।


আজ আমরা আলোচনা করতে যাচ্ছি উচ্চশিক্ষায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা বাসায় বসে নিজে নিজেই দেশের জন্য আবেদন করতে পারেন এবং খুব সহজেই পৌঁছে যেতে পারেন স্বপ্নের দেশ ফিনল্যান্ডে। 







কিভাবে আবেদন করবেনঃ 

ফিনল্যান্ডের আবেদন করার প্রথম সুযোগ সুবিধা হচ্ছে ,অনেক দেশ এমন রয়েছে যেখানে একটি সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হয় সর্বোচ্চ ০৪ টি অথবা ০৬ টি বিশ্ববিদ্যালয় চয়েজ করা যায়।  কিন্তু এখানে কিন্তু তা না এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় একজন শিক্ষার্থী চাইলে একাধিক বিষয়ে আবেদন করতে পারে বা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে। 




২য় টি  হচ্ছে এখানে অনেক স্কলারশিপের সুযোগ রয়েছে। একজন শিক্ষার্থী মোটামুটি সচেতন হলে বা ঠিকমতো এপ্লাই করতে পারলে অবশ্যই স্কলার্শিপ পেতে পারে। আরেকটি সুবিধা হচ্ছে এখানে ২০ঘন্টা প্রতি সপ্তাহে কাজের অনুমতি রয়েছে।  ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে ইমিগ্রেশন খবই সহজে পাওয়া যায় ।আরেকটি বিষয় আছে যেমনঃ  আপনার এইচএসসি কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাপ  রয়েছে তাহলে অবশ্যই আপনি অনার্সের জন্য আবেদন করতে পারবেন।  পাশাপাশি আপনার অনার্স কমপ্লিট মাস্টার্স এর জন্য আবেদন করতে যাচ্ছেন এখানে লম্বা একটা স্টাডি গ্যাপ রয়েছে তারপরেও কিন্তু আপনি ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। 



ফিনল্যান্ডে কি বিষয়ে পড়ানো হয়ঃ

ফিনল্যান্ডের বিশ্ব-নেতৃস্থানীয় উচ্চ শিক্ষা ব্যবস্থা রয়েছে যা 13টি বিশ্ববিদ্যালয় এবং 23টি ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি-পড়ানো স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে। ফিনিশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি 400 টিরও বেশি বিভিন্ন অধ্যয়ন প্রোগ্রাম অফার করে এবং বিশ হাজারের ও বেশি আন্তর্জাতিক ছাত্র ফিনল্যান্ডে পড়াশোনা করছে।




IELTS/ IELTS ছাড়া



বিস্তারিত জানতে ফোন করুন

☎ হট লাইন 01678819044/46,01628757876







ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যেতে কি কি কাগজপত্র লাগবে?

  1. পাসপোর্ট কপি

  2. SSC + HSC - GPA3.5 উপরে অগ্রাধিকার

  3. ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট – এমবিএ প্রোগ্রামের জন্য

  4. ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ /MOI (যদি থাকে)

  5. মোটিভেশন লেটার/এসওপি/লেটার অফ ইন্টেন্ট

  6. মোটিভেশন ভিডিও – (স্নাতকের জন্য প্রবেশিকা পরীক্ষা হিসাবে বিবেচিত) সেই অনুযায়ী পরামর্শ দেবে

  7. স্নাতক ফলাফল প্রকাশের তারিখের পরে এমবিএ প্রোগ্রামের জন্য ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

  8. যেকোন ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট এমবিএর জন্য আবেদন করতে পারে।

  9. এমবিএ-র জন্য অনলাইন প্রবেশিকা পরীক্ষা- পরামর্শ দেবে




খরচ কত টাকা হতে পারে? 

  • টিউশন ফি পাঠানো হয়েছে প্রায় 5.5-10 লাখ (স্নাতক এবং মাস্টার্সের জন্য প্রাথমিক বার্ড স্কলারশিপের পরে)

  • ভিসা আবেদনের ফি: €350 - আনুমানিক 36,000 টাকা

  • বীমা: খরচ €197.10 (সুইস কেয়ার- প্রায় 20,000 টাকা

  • বায়োমেট্রিক ফি প্রায় 5877INR

  • দূতাবাসের জন্য ভারতে যেতে হবে। 

  • রেজাল্ট পাবেন মাত্র 1-2 মাস এর মধ্যে।

  • ইন্টারভিউ প্রস্তুতি: সে অনুযায়ী গাইড করবে।

  • সমস্ত খরচ ধাপে ধাপে এবং ভিসার আগে।

  • কোন প্যাকেজ বিকল্প নেই।




উচ্চশিক্ষার জন্য কেন ফিলনল্যান্ড বেচে নিবেন? 

  • পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ

  • অধ্যয়নের পর ওয়ার্ক পারমিট।

  • কম টিউশন ফি।

  • খন্ডকালীন কাজের সুযোগ (সপ্তাহে ৩০ ঘন্টা)

  • পড়াশোনার পর পিআর সুবিধা।

  • বৃত্তির সুযোগ

  • স্ত্রী  এবং সন্তানের সাথে আবেদন করতে পারেন

  • কেন গ্লোবাল গ্র্যাজুয়েশন গাইড (3G) বেছে নিন

  • কোন লুকানো চার্জ নেই

  • কোন ফাইল খোলার চার্জ নেই

  • আমরা দ্রুত ভর্তি সহায়তা প্রদান করি

  • স্কলারশিপের জন্য নির্দেশিকা

  • যথাযথ স্পনসর নির্দেশিকা

  • আপনার পছন্দের কোর্স এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে আপনাকে সাহায্য করুন

  • সম্পূর্ণ ক্যারিয়ার নির্দেশিকা

  • আবাসনের ব্যবস্থা ইত্যাদি

  • ভিসার পর সার্ভিস চার্জ




যোগাযোগের ঠিকানাঃ

ফিনল্যান্ডের ভিসার জন্য আপনারা নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। 



ইমেল: 3g.bd.edu@gmail.com 

বাংলাদেশ শাখা:

🚘 গ্লোবাল গ্র্যাজুয়েশন গাইড, ২ সুলতানা টাওয়ার, (এক্সটেনশন বিল্ডিং) ১ম তলা, কলাবাগান ১ম তলা, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা-১২০৫

☎ 01678 819044,46, ☎ 01628 757876,

ইউকে শাখা:

✈️32 ম্যাকাওলে রোড, ইস্ট হ্যাম, লন্ডন, E6 3BL

সেল: ☎00447583256420, ☎00447500211145🇫🇮




Comments

Popular posts from this blog